ডিএসইতে শীর্ষে থাকা গ্রামীণফোনের বাজার মূলধন ৪২,৮৫৮ কোটি টাকা

gramnনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে বাজার মূলধনের শীর্ষে অবস্থান করছে টেলিকম খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন। ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন এক হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। কিন্তু গত সাত বছরে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৫৮ কোটি ৫২ লাখ টাকা, যা ডিএসইর মোট বাজার মূলধনের ১৩ শতাংশের বেশি।

ডিএসইর বাজার মূলধনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেসরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে কোম্পানিটির বাজার মূলধন ১৮ হাজার ৫৭৫ কোটি ৩৯ লাখ টাকা। ৬৯৫ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিটি ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এ মুহূর্তে ডিএসইর বাজার মূলধনের প্রায় ৬ শতাংশ রয়েছে কোম্পানিটির দখলে।

মূলধনের দিক থেকে পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএসটিবিসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), লাফার্জ সুরমা সিমেন্ট, ইসলামী ব্যাংক ও রেনাটা লিমিটেড। কোম্পানিগুলোর বাজার মূলধন যথাক্রমে ১৪ হাজার ৭১৪ কোটি ৪০ লাখ টাকা, ১১ হাজার ৪৬০ কোটি ২৩ লাখ টাকা, আট হাজার ৫০১ কোটি ২৫ লাখ টাকা, সাত হাজার ১৬৪ কোটি ৪৫ লাখ টাকা ও ছয় হাজার ১১৩ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিগুলো বর্তমানে ডিএসইর বাজার মূলধনের যথাক্রমে ৪ দশমিক ৭৫, ৩ দশমিক ৩৩, ৩ দশমিক, ২ দশমিক ২৫ ও ২ দশমিক ১৫ শতাংশ দখলে রেখেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *