ডিএসইতে শেষ ৫ মিনিটে লেনদেন ৩৬ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতূর্থ দিন বুধবারে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন অল্প শেয়ারের দর কমেছে আর বেড়েছে সব ধরণের সূচক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে লেনদেনের শেষ হওয়ার ৫ মিনিট আগে বা ২টা ২৫ মিনিটে মোট লেনদেন হয় ৪১০ কোটি ৬৯ লাখ টাকা। যা দিনশেষে দাঁড়িয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকা। এহিসাবে শেষের ৫ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকা।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে।

দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ২০০ টি কোম্পানির দর বেড়েছে। এছাড়া কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির শেয়ার দর।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানিগুলো হলাে – তসরিফা ইন্ডাস্ট্রি, গ্রামীনফোন লিমিটেড, ইউনাইটেড এয়ার, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফ্যামেলিটেক্স, বেক্সিমকো লিমিটেড, সামিট পাওয়ার, এমজেএলবিডি, ফার কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *