ডিএসইতে সূচকের পতন অব্যাহত

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ অন্যান্য সূচকের পতন অব্যাহত রয়েছে। আজ সূচক পতনের সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১২.৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২১.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৬ পয়েন্টে অবস্থান করছে।
গতকাল বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান, শরিয়া সূচক ডিএসইএস ১৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করেছিল।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪০৪ কোটি ৪৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট
গত কার্যদিবস বুধবার ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার। মঙ্গলবার হয়েছিল ৪৪৯ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকার। টাকার অংকে বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবারের লেনদেন ৯৫ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার টাকা বেশী।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮ টির দাম বেড়েছে, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- কেডিএস, লাফার্জ সুরমা, বেক্স ফার্মা, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, আমান ফিড, সিভিও পেট্রোকেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল ও সিটি ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *