ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন কম

dse1স্টকমার্কেট ডেস্ক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গড় লেনদেন কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ দশমিক ০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৫৫ কোটি ২ লাখ টাকার শেয়ার। আর এর আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১ হাজার ৮০২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪৭ কোটি ২০ লাখ টাকা বা ৪৭ দশমিক ০১ শতাংশ।

সপ্তাহে ডিএসইতে মোট ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর লেনদেন হয়নি ৪টি কোম্পানির।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭৮ দশমিক ৫৮ শতাংশ; ‘বি’ ক্যাটাগরির ৩ দশমিক ৬৬ শতাংশ; ‘এন’ ক্যাটাগরির ১১ দশমিক ৮০ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ।

স্টকমার্কিটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *