ডিএসইতে সপ্তাহের লেনদেন কমেছে ২৬.৮৪%

low indexস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে টাকার অংকে মোট লেনদেন ২৬ দশমিক ৮৪ শতাংশ কমেছে। লেনদেনের সঙ্গে সব ধরনের মূল্য সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১৫২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৪১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন কমেছে ৭৮৯ কোটি ৪৭ টাকার।

এ সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ দশমিক ৭১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির ৪ দশমিক ৬০ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। আর ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৪১ শতাংশ।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১.৮১ শতাংশ বা ৮৪.৩৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে ১.২৫ শতাংশ বা ২১.৮৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১.৩১ শতাংশ বা ১৪.৬৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টি কোম্পানির। আর দর কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির। এসময় সপ্তাহে ৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *