ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে ৪৩.৬০ শতাংশ

dseনিজস্ব প্রতিবেদক :

সদ্য সমাপ্ত সপ্তাহে (২৪-২৮ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমেছে ৪৩.৬০ শতাংশ। এ সময় ডিএসই’র গড় লেনদেন ১ হাজার ২২১ কোটি টাকা থেকে কমে ৬৮৮ কোটি টাকায় নেমে এসেছে। ডিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৭.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৯২.৮৪ পয়েন্টে। গত সপ্তাহে ডিএসই`র শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস ১৬.০৩ পয়েন্ট কমে ১৩৪৫.৮৬ পয়েন্টে ও ডিএস-৩০ সূচক ১৯.৯২ পয়েন্ট কমে ২১৭৭৬২ পয়েন্টে স্থিতি পায়।

গত সপ্তাহে ডিএসইতে ৩৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৬১টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির। অর্থাৎ সদ্য সমাপ্ত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর ৭৭.৯১ শতাংশের দর কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে লেনদেন হয়েছে ৩ হাজার ৪৪৩ কোটি ৫৮ লাখ ৮২ হাজার ৩৩৬ টাকা। যা আগের সপ্তাহের ৫ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ হাজার ১০৫ কোটি ২৪ লাখ ৫৫ হাজার ১২৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসই’র সার্বিক লেনদেন কমেছে ৪৩.৬০ শতাংশ।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৮৮ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪৬৭ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ২২১ কোটি ৪ লাখ ৯১ হাজার ২৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে ৪৩.৬০ শতাংশ।

মোট লেনদেনের ৮৯.৮২ শতাংশ ‘এ’ ক্যাটাগরি ভুক্ত, ৪.২০ শতাংশ ‘বি’ ক্যাটাগরি ভুক্ত, ৪.১৩ শতাংশ ‘এন’ ক্যাটাগরি ভুক্ত এবং ১.৮৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরি ভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে লেনদেন হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে ছিল ব্যাংকিং খাতের শাহজালাল ইসলামী ব্যাংক। এ ছাড়া টার্নওভার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে— যমুনা ব্যাংক, এক্সিম ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবলস, আইএফআইসি ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইফাদ অটোস।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *