ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৩১.৩৮ শতাংশ

dse1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে সাপ্তাহিক লেনদেন ২১৫১ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে সেখানে ১৬৩৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৩১.৩৮ শতাংশ বেশি।

সর্বশেষ সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২.৭২ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ছিল ৩,৮৭,২৯৫ কোটি টাকা। যা সপ্তাহের শেষদিনে বেড়ে দাঁড়িয়েছে ৩,৯৭,৮৪৩ কোটি টাকা। এ হিসাবে গত সপ্তাহের ৩ কার্যদিবসে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২.৭২ শতাংশ।

এসময় ডিএসইর প্রধান সূচক ডিএসই্ক্স ২০৪.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক পয়েন্ট ৬১.২১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯৪১ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩৮.৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭১ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৪৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি প্রতিষ্ঠানের। আর ২টি কোম্পানির শেয়ার কোনো লেনদেন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *