ডিএসইতে সাপ্তাহিক লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ১ দশমিক ১২ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করেএ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৫৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৬০৬ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৭৩ কোটি ৮৮ লাখ ৭ হাজার ৬৮১ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৮ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭৫ টাকা বা ১ দশমিক ১২ শতাংশ। এবং গড়ে লেনদেন কমেছে ৩ কোটি ৭৫ লাখ ৭ হাজার ৬১৫ টাকা। গত সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৩১ কোটি ২ লাখ ৫৩ হাজার ৯২১ টাকা, এবং তার আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৭৭ লাখ ৬১ হাজার ৫৩৬ টাকা।

এদিকে, গত সপ্তাহে ৬২ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৫৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২২১টি, কমেছে ১১২টি, অপরিবর্তিত রয়েছে ২২টি এবং লেনদেন হয়নি ২ টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *