ডিএসইতে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ১.২২%

index upনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। এসপ্তাহে ডিএসইতে লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ।

গত সপ্তাহের ১১ হতে ১৫ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯১৭ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ১৪৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৯৪ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৮৪ টাকার শেয়ার। এ সময় ডিএসইতে লেনদেন বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ২ দশমিক ১৯ শতাংশ বা ১০৪ দশমিক ৭৩ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএস৩০ সূচক কমেছে ২ দশমিক ৭৩ শতাংশ বা ৪৯ দশমিক ৫০ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৩ দশমিক ০৩ শতাংশ বা ৩৪ দশমিক ৮৯ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *