ডিএসইতে সূচকের বড় উত্থান

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনে সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের উত্থান হয়েছে ৩৮ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৫৬৫ পয়েন্টে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪২৩ কোটি ৩১ লাখ টাকা।

এদিন লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড, ইউনাইটেড এয়ার, এসিআই, অলিম্পিক এক্সেসরিজ, বেক্স-ফার্মা, গ্রামীন ফোন, এসিআই ফরমুলেশন্স, লাফার্জ সুরমা সিমেন্ট ইফাদ অটোস ও খান ব্রাদার্স।

লেনদেনে অংশ নেয়া ৩২১টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর।

স্টকমার্কেটবিডি.কম/এম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *