ডিএসইতে সূচকের বড় ধরনের পতন

indexনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের দিত্বীয় কার্যদিবস সোমবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় ধরনের পতন হয়েছে। এদিন লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ৪৬০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল সেখানে ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়। এরআগের দিন গত বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৫৩৮ কোটি ৫২ লাখ টাকা।

দিনশেষে ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে গিয়ে দাঁড়িয়েছে ৪৩০৮ পয়েন্টে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩১১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ২৩৬ টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, খুলনা পাওয়ার, ওয়েস্টার্ন মেরিন, ইফাদ অটোস, এসিআই লিমিটেড,  এমজেএলবিডি,  সাইফ পাওয়ারটেক,  অগ্নি সিস্টেমস এবং গ্রামীণফোন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৮৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *