ডিএসইতে সূচকের সাথে লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনের লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন অন্যান্য সূচক কমলেও প্রধান সূচক বেড়েছে ১ পয়েন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১.৭০ পয়েন্ট বেড়ে ৪৭৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবার ডিএসইতে এই সূচক ২৬ পয়েন্ট কমে ৪৭৫৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮ কোটি ২৯ লাখ টাকা। গত বুধবার সেখানে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১১৭ টির। আর অপরিবর্তিত ছিল ৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, স্কয়ার ফার্মা, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিডস, গ্রামিনফোন, হেডেলব্রীজ সিমেন্ট, আলহাজ্জ টেক্সটাইল, লিন্ডে বিডি, ইবনে সিনা।
স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *