ডিএসইতে সূচক ও লেনদেনে পতন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিনের লেনদেন আগোর দিনের চেয়ে কমেছে। এদিন প্রধান সূচকসহ অন্যান্য সূচকের পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৭.৪৫ পয়েন্ট কমে ৪৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সোমবার ডিএসইতে এই সূচক ১৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৭৯১ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৪৭৩ কোটি ৮৯ টাকা টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে। এছাড়া দর কমেছে ১৭২ টির। আর অপরিবর্তিত ছিল ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – আমান ফিডস, ইউনাইটেড এয়ারওয়েজ,
লিন্ডে বিডি, এমারেল্ড ওয়েল, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার, লাফার্জ সুরমা, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ রি-রোলিং মিলস, গ্রামীনফোন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *