ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। তবে এদিন লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার ডিএসইতে এই সূচক ৮ পয়েন্ট বেড়ে ৪৭৬৮ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৭ কোটি ১ লাখ টাকা। গত রবিবার সেখানে ৪৫৭ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট ৩২২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১৩৮ টির। আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিডস, স্কয়ার ফার্মা, ইউনাইটেড-এয়ারওয়েজ, ইসলামি ব্যাংক, বিডি থাই এ্যালুমিনিয়াম, এসিআই, ডেসকো, সাইফ পাওয়ার টেক।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/এইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *