ডিএসইতে ১ম ঘন্টায় ১৬৭ কোটি টাকার লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ সোমবার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের প্রথম ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টি কোম্পানির। আর দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *