ডিএসইতে ১৭ কোটি টাকার রাজস্ব কমেছে

taxস্টকমার্কেট ডেস্ক :

সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় প্রায় ১৭ কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই অর্থবছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে মোট ১৫৮ কোটি ৪ লাখ ৩০ হাজার ৩৯২ টাকা। যা ২০১৪-১৫ বা গত অর্থবছরে ছিল ১৭৪ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৩৮৭ টাকা। এ হিসাবে এবার রাজস্ব কমেছে ১৬ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা বা ৯ দশমিক ৬৩ শতাংশ।

এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০৭ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৭ টাকা।

২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৬৫৭ টাকা। সেই হিসাবে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ৫ কোটি ১০ লাখ ৫৬ হাজার ২১০ টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৯৪৫ টাকা। যা এর আগের বছর ছিল ৬২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৩০ টাকা। উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় কমেছে ১১ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ৭৮৫ টাকা।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪, ধারা ৫৩ এর আওতায় ডিএসই থেকে ২০১৫-১৬ হিসাব বছরে এই রাজস্ব আদায় হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *