ডিএসইতে ৩৯৫ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

ঈদের ছুটির পর প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাথে বেড়েছে লেনদেন। এ দিন অধিকাংশ বেশির ভাগ শেয়ারের দরও গতদিনের চেয়ে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৫ কোটি ৩৩ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে ৩৬৪ কোটি ৬৯ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে আজ টাকার অংকে লেনদেন বেড়েছে।

সোমবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১৩.৪৬ পয়েন্ট বেড়ে ৪৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ছুটির আগের দিন মঙ্গলবার ডিএসইতে এই সূচক ১১.৬৭ পয়েন্ট বেড়ে ৪৮৫৩ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট ৩১৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১২৪ টির। আর অপরিবর্তিত ছিল ৪৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – লাফার্জ সুরমা, সাইফ পাওয়ারটেক, বেক্স ফার্মা, আইডিএলসি, বিএসআরএম স্টিল, গ্রামীনফোন, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট, ইসলামী ব্যাংক ও সাপোর্ট।

উল্লেখ্য. গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন পর আজ সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন চালু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *