ডিএসইতে ৫১৯ কোটি টাকার লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় দিনে প্রধান সূচকের সাথে বেড়েছে অন্যান্য সূচক। এ দিন অধিকাংশ শেয়ারের দর গতদিনের চেয়ে বেড়ে  ৫১৯ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৪৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। রবিবার ডিএসইতে এই সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪৮৩০ পয়েন্টে দাঁড়ায়।

এদিন ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯ কোটি ৬৪ লাখ টাকা। রবিবার সেখানে ৪১৮ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছিল। গত দিনের চেয়ে ১০১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪ টির দর বেড়েছে। এছাড়া দর কমেছে ১১৪ টির। আর অপরিবর্তিত ছিল ৪০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – খুলনা পাওয়ার, বিএসআরএম স্টিলস, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এ্যায়ারওয়েজ, সাইফ পাওয়ারটেক, আমান ফিড, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, লাফার্জ সুরমা ও আইডিএলসি ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *