ডিএসইতে ৭০০ ও সিএসইতে লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম দিন রবিবার সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাঁড়িয়েছে। আর সিএসইতে এদিন ১০২ কোটি টাকার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ১.১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে। তবে এদিন ডিএসইতে ৭১০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন এখানে ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির দর।

টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন, আরকে সিরামিকস, কেপিসিএল, সাইফ পাওয়ার, এসিআই ফর্মূ., এমজেএলবিডি, ওয়েষ্টার্ণ মেরিন, বিডি থাই ও বারাকা পাওয়ার।

এদিন বন্দরনগরী চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তে সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ১০২ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত দিন সেখানে ৫৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *