ডিএসইর ব্লকে লেনদেন ৩৬ শতাংশ কমেছে

block-mস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কোটি টাকা বা ৩৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১০০ কোটি ৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৫ কেটি ৫৬ লাখ ৬৬ হাজার টাকা বা ৩৬ শতাংশ কম। আগের সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছিল।

বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। ব্যাংকটির ৪৩ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ কোটি ৬ লাখ ১৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকার, সিঙ্গার বিডির ২ কোটি ২২ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৫৩ লাখ ৬২ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ কোটি ১০ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকার ও অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *