ডিএসই ও সিএসই’র ১৩ জন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকের শূন্য পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যে ৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন-
১. অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া
২. এসএম আবু তৈয়ব
৩. মোহাম্মদ আব্দুল মালেক
৪. সোহেল মাহমুদ সাকুর
৫. লিয়াকত হোসেন চৌধুরী
৬. ডিসিসিআইএ’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম ও
৭. ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম।

ডিএসইর শূন্য হওয়া ছয় স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ পেলেন যারা,
১. অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সিনিয়র সচিব ইউনুসূর রহমান
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান
৩. অবসরপূর্ব ছুটিতে থাকা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব সালমা নাসরিন
৪. এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
৫. মো. মুনতাকিম আশরাফ বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক পরিচালক হাবিবুল্লাহ বাহার ও
৬. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম মাসুদ।

সম্প্রতি শূন্য হতে যাওয়া এসব স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে একটি তালিকা পাঠায় ডিএসই ও সিএসই।

স্টকমার্কেটবিডি.কম/জেড

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *