ডিএসই থেকে রাজস্ব আদায় কমেছে

taxস্টকমার্কেট ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে (জুলাই) সরকারের রাজস্ব আদায় কমেছে। এ মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছে আট কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১ টাকা। আগের মাসে (জুন) ছিল ১৬ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৪৬৭ টাকা। সে হিসেবে রাজস্ব কমেছে ৪৭ দশমিক ৫০ শতাংশ বা সাত কোটি ৬৭ লাখ ৯৫৬ টাকা।

জানা গেছে, জুলাইয়ে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ছয় কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। আগের মাসে (জুন) ছিল আট কোটি ১৩ লাখ ৮২ হাজার ৯৫৪ টাকা।

একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় কমেছে প্রায় ৭৩ দশমিক ৭৪ শতাংশ বা পাঁচ কোটি ৯০ লাখ ৫৪ হাজার ১৪৭ টাকা। এ সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে দুই কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা। আগের মাসে ছিল আট কোটি ৮২ হাজার ৫১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *