ডিএসই র রাজস্ব আয় ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

dseস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ২০১৯-২০ অর্থ-বছরে সরকারকে কর দিয়েছে ১০৪ কোটি টাকা। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।

ডিএসই দাবি করছে, কোবিড১৯ র জন্য দুই মাসের বেশি সময় বন্ধ থাকায় ডিএসইর এই রাজস্ব আয় কমে গেছে।

স্বাধীনতার পর এই প্রথমবার বাংলাদেশের শেয়ারবাজার টানা ৬৬ দিন বন্ধ ছিল বলে জানা গেছে।

গত ২০১৯-২০ অর্থ বছরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০৪ কোটি টাকা। যা আগের বছর ২০১৮-১৯ সালে ছিল ২৫১ কোটি টাকা। এ হিসাবে গত বছর ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে ৫৮ শতাংশ।

এর আগে গত ২০১১-১২ অর্থবছরে এ খাতে সবচেয়ে কম রাজস্ব আসে। সে বছর শেয়ারবাজারে ভয়াবহ পতন হয়েছিল।

গত বছর ট্রেক হোল্ডারদের লেনদেনের কমিশনবাবদ ডিএসইর আয় ছিল ৬৮ কোটি ৯০ লাখ টাকা। আর ৩৪.৬ কোটি টাকা আয় হয় পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার লেনদেনবাবদ।

ব্রোকার হাউজগুলো জানায়, ডিএসই’র আয় লেনদেনের উপর নির্ভর করে। লেনদেন কমে যাওয়ায় কর অর্জন কমে গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২০১১-১২ অর্থ বছরে এই রাজস্বের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা, ২০১২-১৩ অর্থ-বছরে ১২৭ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থ-বছরে ১৫৪ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থ-বছরে ১৭৪ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থ-বছরে ১৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থ-বছরে ২৪৬ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থ-বছরে ২৩৩ টাকা, ২০১৮-১৯ অর্থ-বছরে ২৫১ কোটি টাকা।

ডিএসই এ যাবৎ কালের সব চেয়ে বেশি কর প্রদান করে ২০১০-১১ সালে। করের পরিমাণ ছিল ৪৪৭ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *