ডিএসই-৩০ তালিকায় পাঁচ কোম্পানিকে বাদ

DSE30নিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু চিপ শেয়ারের তালিকা ডিএসই-৩০ থেকে তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশসহ মোট পাঁচটি কোম্পানি বাদ পড়েছে। আর এদের স্থলে যুক্ত হয়েছে নতুন পাঁচ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূচকের অর্ধবার্ষিক পুনর্বিন্যাসের পর তালিকা থেকে বাদ পড়ল ডেসকো ও পাওয়ার গ্রিড। এবার অবশ্য ব্লু চিপ তালিকায় কিছু পরিবর্তন এনেছে ডিএসই।

এবারের পুনর্বিন্যাসে ব্লু চিপ তালিকা থেকে বাদ পড়া ডেসকো ও পাওয়ার গ্রিড ছাড়া অন্য তিন প্রতিষ্ঠান হলো— ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও প্রাইম ব্যাংক।

অন্যদিকে এ তালিকায় অন্তর্ভুক্তি পাওয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো— ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিকস, আইডিএলসি, ইউনাইটেড এয়ারওয়েজ ও স্কয়ার টেক্সটাইলস।

ডিএসই কর্তৃপক্ষ এবার ডিএসই-৩০ তালিকায় অন্তর্ভুক্তির শর্ত পরিবর্তন করেছে। এর আগে খাত ভিত্তিতে এ তালিকায় অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হতো না। তবে এ বছর থেকে খাতভিত্তিক পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *