ডিজিটাল প্লাটফর্মে ডিএসই’র স্মরণসভা ও দোয়া মাহফিল

received_324230965368541.jpegস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শনিবার, ১৫ আগস্ট দুপুর ১২:৩০ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ভার্চুয়্যাল পদ্ধতিতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান-এর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশেনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম৷

স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, ডিবিএ’র পরিচালনা পর্ষদ, নবগঠিত সেন্ট্রাল কাউন্টার পার্টি অব বাংলাদেশ (সিসিবিএল), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ(সিডিবিএল) এর পরিচালনা পর্ষদসহ, আইসিবির প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নির্বাহী সদস্যবৃন্দ, তালিকাভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

উক্ত স্মরণসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বক্তব্য রাখেন: বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান, মোঃ রকিবুর রহমান, সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, সিডিবিএ’র চেয়ারম্যান শেখ কবির হোসেন, ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুল, ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র সাবেক পরিচালক মনোয়ারা হাকীম আলী।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে শহীদ হন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *