ডিসেম্বরের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনার চূড়ান্ত করবে সিএসই

cse-logo-sবিশেষ প্রতিবেদক :

স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী নেয়ার জন্য কাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সিএসইর পর্ষদের বৈঠক হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সিএসই চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন, সিএসই ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, স্বতন্ত্র পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক (অবসরপ্রাপ্ত) মেজর এমদাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সিএসই চেয়ারম্যান বলেন, স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী নিয়োগ দিতে চীন, দুবাই, হংকং ও সিঙ্গাপুরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।

ডিসেম্বরের মধ্যে এই পার্টনার নেয়া হবে। সিএসই’র কিছু দুর্বলতা আছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কিছু দুর্বলতা আছে। স্ট্র্যাটেজিক পার্টনার নেয়া হলে এই দুর্বলতা কেটে যাবে বলে আশা করছি। একই সঙ্গে বাজারেও গতি আসবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *