ডুবন্ত জাহাজে বিএসআরএমের ১৫৩ কন্টেইনার পণ্য

BSRMLTDস্টকমার্কেটবিডি ডেস্ক :

পায়রা সমুদ্রবন্দরের কাছে ডুবে যাওয়া ‘এমভি গালফ আরগো’ জাহাজটিতে ছিল বিএসআরএম, কেএসআরএম’র ইস্পাত শিল্পের কাঁচামাল ও মেশিনারি। এর বাইরে মেট্রোরেলের কিছু সরঞ্জাম এবং বিভিন্ন আমদানিকারকের প্রসাধন সামগ্রী ছিল ওই জাহাজে।

জাহাজটির স্থানীয় এজেন্ট ও মালিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএসআরএম গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত বলেন, ‘পায়রার কাছে ডুবে যাওয়া জাহাজটিতে ১২০ কনটেইনার আমদানি পণ্য ছিল। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া খবরে বিএসআরএমের ৫৩ কনটেইনার পণ্য ছিল। এর মধ্যে ইস্পাত শিল্পের কাঁচামাল, ফার্নেসের উন্নতমানের ব্রিকস ইত্যাদি রয়েছে।’

কলকাতা থেকে চট্টগ্রাম আসার পথে পায়রা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে জাহাজটির দুইটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সাগর উত্তাল থাকায় কনটেইনারসহ নিয়ন্ত্রণহীন জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সাঙ্গু’ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং ১৪ নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করে। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *