ঢাকায় ওআইসির পর্যটনমন্ত্রীদের ১০ম সম্মেলন

oicস্টকমার্কেটবিডি ডেস্ক :

ওআইসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রীদের দশম সম্মেলন বসছে ঢাকায়, যেখানে অংশ নেবেন ২৫টি দেশের প্রতিনিধিরা।

সোমবার সোনারগাঁও হোটেলে তিন দিনের এ সম্মেলন শুরুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিনও উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যভিত্তিক পর্যটন শিল্পের বিকাশের লক্ষে একসঙ্গে কাজ করার প্রত্যয় নিয়ে ‘ইসলামিক কনফারেন্স অব টুরিজম মিনিস্টার্স’ এর আয়োজন করা হয়েছে।

দ্বিবার্ষিক এ সম্মেলনের প্রথম দিন সোমবার প্রাথমিক পর্বের কাজ ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সভা, মঙ্গলবার উদ্বোধনের আনুষ্ঠানিকতা ও পর্যটন মন্ত্রীদের সভা হবে।

ওআইসি সদস্যভুক্ত ৫১টি দেশের মধ্যে ২৫টি দেশের ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৮৫ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন বলে শাহজাহান কামাল জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *