ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ৩১ জানুয়ারি

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে আয়োজন করছে ১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো-২০১৮ উইন্টার এডিশন। ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজক সংস্থার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বলা হয়, কনকারেন্ট এক্সিবিশন হিসেবে আয়োজন করা হয়েছে ৩০তম ডাইক্যাম বাংলাদেশ এক্সপো ২০১৮ উইন্টার এডিশন; ২য় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০১৮ উইন্টার এটিশন।

বিশ্বের প্রায় ২১টি দেশের ৩৫০টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। যেখানে সকল প্রকার সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, আর্টিফিসিয়াল লেদার, অ্যামব্রোয়ডারি, বাটন, জিপার লিনেন ব্লেন্ডসহ থাকবে অ্যাপারেল পণ্যের বিশাল সমাহার। প্রদর্শনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সকলের জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *