ঢাকা উত্তর সিটিতে ৩০৫৭. ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

budgetস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেট আজ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। রাজধানীর গুলশানে নগরভবনে এ বাজেট ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মধ্যমে এ বাজেট ঘোষণা করেন তিনি। এটা মেয়রের দায়িত্বে আসার পর তার প্রথম এবং এই মেয়াদের শেষ বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে এক হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা। অন্যান্য আয় ৯ কোটি টাকা, সরকারি অনুদান (থোক) থেকে ১০০ কোটি টাকা, সরকারি বিশেষ অনুদান থেকে ৫০ কোটি টাকা, সরকারি অথবা বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প থেকে এক হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা।

এ বছর বাজেটের পরিমাণ ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। এ বছর মশা নিয়ন্ত্রণে ব্যয় ৩২ কোটি টাকা বেড়েছে। গত বছর এ খাতে ছিল ১৭ কোটি ৫০ লাখ টাকা।

এ বছর মশা নিয়ন্ত্রণে বাজেট ধরা হয়েছে ৪৯ কোটি ৩০ লাখ টাকা।।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *