তসরিফার ২৭ শতাংশ শেয়ার লেনদেন

tasrifনিজস্ব প্রতিবেদক :

লেনদেন শুরুর প্রথম দিনে তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত শেয়ারের ২৭.০৪ শতাংশ লেনদেন হয়েছে। কোম্পানিটির ইস্যু করা ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ারের মধ্যে ৬৬ লাখ ৪৩ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৭ টাকা বা ৩৭.৩১ শতাংশ। ২৬ টাকা মূল্যের শেয়ারের দর বেড়ে দিনশেষে ৩৫.৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এ দিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৫০ টাকা এবং সর্বনিম্ন ৩৫.২ টাকায় লেনদেন হয়েছে।

ডিএসইতে প্রথম দিনে লেনদেন ও দর বৃদ্ধিতে শীর্ষস্থান দখল করেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ।

কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৮৭ লাখ টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৬ টাকা প্রিমিয়ামসহ ২৬ টাকায় শেয়ার ইস্যু করে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *