তালিকাভুক্ত কোম্পানির করহার কমছে ২.৫ শতাংশ

dseস্টকমার্কেট ডেস্ক :

আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার ২.৫ শতাংশ কমানো হচ্ছে। অর্থ আইন-২০১৫ তে বিষয়টি উল্লেখ থাকছে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বিদ্যমান করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। এর সঙ্গে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের করপোরেট করহার ৪২.৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হচ্ছে।

অন্যদিকে নন-পাবলিক ট্রেডেড কোম্পানির করহার ৩৫ শতাংশ বহাল থাকছে।

এ ছাড়া কোনো কোম্পানি তার পরিশোধিত মূলধনের ২০ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়ে তাহলে ওই কোম্পানি সংশ্লিষ্ট বছরের প্রযোজ্য আয়করের ওপর ১০ শতাংশ কর রেয়াত পাবে।

করপোরেট করহার অপরিবর্তিত থাকছে মার্চেন্ট ব্যাংক, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি ও মোবাইল অপারেটরদের। অর্থাৎ মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ৩৭.৫ শতাংশ, মোবাইল অপারেটর কোম্পানি ও সিগারেট প্রস্তুতকারকদের ৪৫ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে।

এ ছাড়া নতুন অর্থবছরে সমবায় সমিতি আইন-২০০১ অনুযায়ী নিবন্ধিত সমবায় সমিতিকেও ১৫ শতাংশ হারে কর দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *