তালিকাভুক্ত ব্যাংকের ৬ মাসের পরিচালন মুনাফা : এগিয়ে ইসলামী ব্যাংক

bankস্টকমার্কেট ডেস্ক :

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-ডিসেম্বর) বেশিরভাগ ব্যাংক ভালো ব্যবসা করেছে। এ সময়ে এদের পরিচালন মুনাফা বেড়েছে। সম্প্রতি বেসরকারি খাতে ঋণ বিতরণের হার বাড়ায় ব্যাংকের মুনাফায় এর ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে পরিচালন মুনাফা বাড়লেও নিট মুনাফা কতটুকু বাড়বে বা আদৌ বাড়বে কী-না তা বলা মুশকিল। কারণ বেশিরভাগ ব্যাংকেই বিপুল পরিমাণ খেলাপি ঋণ রয়েছে। এর বিপরীতে সঞ্চিতি রাখা এবং আয়কর কেটে রাখার পর নিট মুনাফা পাওয়া যাবে।

ব্যাংকের পরিচালন মুনাফা প্রাপ্ত তথ্য অবশ্য অনানুষ্ঠানিক সূত্র থেকে নেওয়া। তাই প্রকৃত পরিচালন মুনাফা থেকে তা কিছুটা এদিক সেদিক হতে পারে।

গত কয়েক বছরের মতো চলতি বছরও সবচেয়ে বেশী পরিচালন মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। ব্যাংকটি ৮৯৬ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ৮৪০ কোটি টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫৬ কোটি টাকা বা প্রায় সাড়ে ৬ শতাংশ।

এবার পরিচালন মুনাফায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকটি আগের বছরের ৩৯৫ কোটি মুনাফার জায়গায় এবার ৬১০ কোটি টাকা মুনাফা করতে সক্ষম হয়েছে।।

বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংক মুনাফা করেছে ৪১৫ কোটি টাকা। গত বছর একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছিল মাত্র সাড়ে ২৭ কোটি টাকা।

প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফা ৩১৫ কোটি টাকা থেকে বেড়ে ৪০১ কোটি টাকা হয়েছে।

জুন শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা, যা আগের বছর ছিল ৩১০ কোটি টাকা।

সোস্যাল ইসলামী ব্যাংকের মুনাফা ১৬ কোটি টাকা বেড়ে ২২৬ কোটি টাকা হয়েছে।

এনসিসি ব্যাংক মুনাফা করেছে ২০০ কোটি টাকা। গত বছর প্রথমার্ধে ব্যাংকটি ১৮০ কোটি টাকা মুনাফা করেছিল।

এক্সিম ব্যাংকের মুনাফা ২৫০ কোটি থেকে বেড়ে হয়েছে ২৫৫ কোটি টাকা।

আলোচিত সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক মুনাফা করেছে ১৭৫ কোটি টাকা, যমুনা ব্যাংক ২০১ কোটি টাকা, পূবালী ব্যাংক ৩১০ কোটি টাকা ও ব্যাংক এশিয়া ২৭৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মার্কেন্টাইল ব্যাংক পরিচালন মুনাফা করেছে ২৩০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *