তিতাস গ্যাসের দুর্নীতি অনুসন্ধানে যাবে দুদক

dudokনিজস্ব প্রতিবেদক :

সরকারী ১৪ প্রতিষ্ঠানের দুনীতি অনুসন্ধানে টিম গঠন করেছে দুদক। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লিমিটেড। সম্প্রতি কমিশনের এক বৈঠকে এ ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে ১৪ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, সরকারী যে ১৪ প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদক কমিটি গঠন করেছে সেগুলো হচ্ছে তিতাস গ্যাস, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও জনপথ অধিদফতর, গণপূর্ত অধিদফতর, সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান, কাস্টমস্ ভ্যাট এক্সাসাইজ, আয়কর অধিদফতর, বিআইডব্লিউটি, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, মহাহিসাব নিরীক্ষক অফিস (এজি অফিস), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ওয়াসা ও ঢাকার সব সাব রেজিস্ট্রার অফিস।

দুদক সূত্রে জানা গেছে, দুদকের মহাপরিচালকের (বিশেষ তদন্ত) সার্বিক তত্ত্বাবধানে টিমগুলো পরিচালিত হবে। প্রতিটি টিমের নেতৃত্ব দেবেন একজন পরিচালক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতির উৎস ও কারণ চিহ্নিত করা, দুর্নীতি বন্ধে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দুর্নীতিরোধ করা যায়, সে বিষয়ে সুপারিশ করবে এই টিম।

দুদক সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সেগুলো যদি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে, তবে তা অনুসন্ধানের অনুমতি, সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপন করবে এই টিমগুলো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *