তিন কোম্পানির লেনদেন স্থগিতাদেশ আরো ১৫ দিন বাড়ল

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেনে স্থগিতাদেশ আরও ১৫ দিন বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিএসইসি ওয়েবসাইটে এ তথ্য জানোনো হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগ্যাসি ফুটওয়ার লিমিটেড।

কোম্পানিগুলোর লেনদেন গত অগাস্টের মাঝামাঝি ৩০ কার্যদিবসের জন্য স্থগিত করেছিল কমিশন।

বিএসইসি এসব কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করছে। ওই সময় ৫ কোম্পানিকে স্পটে দেওয়া হয়েছিল।

কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

এরমধ্যে কয়েকদিন আগে ড্রাগন সোয়েটারকে লেনদেনের অনুমতি দিয়েছে কমিশন।

ওই সময় দুই কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। কোম্পানিগুলো হচ্ছে-লিগ্যাসি ফুটওয়ার এবং বিডি অটোকারস। এসব কোম্পানির শেয়ার দর দীর্ঘদিন অস্বাভাবিকভাবে বাড়ছে।

স্টকমার্কেটবিডি/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *