তিন ভাইকে শেয়ার উপহার দিলেন উদ্দ্যোক্তা

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ণ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিন ভাইকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার দেওয়ার পক্রিয়া সম্পন্ন করেছেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, লেনদেন প্রক্রিয়ার বাইরে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আহসান তার তিনি ভাই আজমল হুসাইন, আবু বাক্কার সিদ্দিকী এবং মোহাম্মদ জুলহাসকে ৪ লাখ ৭৪ হাজার ৪১৭টি শেয়ার উপহার দিয়েছেন। প্রত্যেক ভাইকে উপহার হিসেবে দেয়া হয়েছে ১ লাখ ৫৮ হাজার ১৩৯টি শেয়ার।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের মোট শেয়ারের ৫২ দশমিক শূন্য ৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ২৫ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ২২ দশমিক ৫৪ শতাংশ সধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *