তৃতীয় প্রান্তিকে এবি ব্যাংকের আয় কম

ab-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এবি ব্যাংকের শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১.৪০ টাকা।

এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে ৮৭.৮৫ শতাংশ।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি’১৫ থেকে সেপ্টেম্বর’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ১.৫৮ টাকা। আগের বছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২.৭৫ টাকা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস কমেছে ৪২.৫৪ শতাংশ।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদের পরিমাণ ছিল ৩৫.৫২ টাকা। আগের বছরের একই সময়ে এ সম্পদের পরিমাণ ছিল ৩১.৫৫ টাকা।

১৯৮৩ সালে এবি ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *