তেলের মূল্য বৃদ্ধিতে ইতিবাচকধারায় মার্কিন শেয়ারবাজার

usaস্টকমার্কেট ডেস্ক :

টানা এক মাসের মূল্য পতনের পর সামান্য বেড়েছে তেলের দাম। আর তাতেই পাল্লা দিয়ে বেড়েছে শেয়ার সূচক। শেয়ারবাজার ইতিবাচকধারায় ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ বিনিয়োগকারিদের মধ্যে।

টানা তিনদিন সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের লেনদেন চলছিল আমেরিকার শেয়ারবাজারে। তবে বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে বাজার।

মার্কিন বাজার বিশ্লেষক ড. ডেভিড মরগান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে অনেক পদক্ষেপ নেওয়া হলেও তেলের মুল্যের দরপতনের কারণে সুচক বাড়ছিল না, তবে এখন অবস্থা দেখে আশা করা যায় কিছুদিনের মধেই স্বাভাদিক লেনদেনে ফিরবে বাজার।

বৃহস্পতিব্র সূচক বেড়েছে প্রায় সব কয়টি শেয়ারবাজারে। জ্বানানী খাতের শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার দিনশেষে Dow Jones industrial average .DJI ইন্ডেক্স ২৮৪.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭,৬৪১.৩৯ পয়েন্ট, TR US ইন্ডেক্স ২.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৮.২৬ পয়েন্ট। Nasdaq Composite .IXIC ইন্ডেক্স ৭৩.৯২ পয়েন্ট বেড়ে ৪,৭১৮.২৩ পয়েন্টে অবস্থান করছে।

সূত্র-সিএনএন

স্টকমার্কিটবিডি.কম/তরি/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *