তৈরি পোশাক রফতানির উৎসে করহার আরো কমলো

nrbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক রফতানির উৎসে কর হার আরো কমানো হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে দশমিক ৭০ শতাংশ হারে রফতানিকারকদের রফতানির বিপরীতে উৎসে কর দিতে হতো।

চলতি অর্থবছরে সেটি কমিয়ে দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে কর্পোরেট কর হার আগের মতোই রাখা হয়েছে।

এনবিআর সূত্র বলছে, আয়কর অধ্যাদেশের রফতানির উৎসে কর ১ শতাংশ নির্ধারণ করা আছে। প্রতিবছর বাজেটের পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এক বছরের জন্য কর কমানো হয়।

২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় রফতানির উৎসে করের বিষয়ে অর্থমন্ত্রী ঘোষণা না দেয়ায় আইন অনুযায়ী করহার ১ শতাংশে উন্নীত হয়। এতে অসন্তোষ প্রকাশ করে রফতানিকারকরা সরকারের কাছে কর হার কমানোর দাবি করেন। এর প্রেক্ষিতে কর হার দশমিক ৬০ শতাংশ নির্ধারণ করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *