প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিল সিএসই

CSE-Final-Logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক মাসের বেতনের ২৫ লাখ টাকা জমা দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

রবিবার (১০ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ২৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এই চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।

এ সময় স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দরিদ্র ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে সিএসই পর্ষদের সব কর্মকর্তা-কর্মচারী তাদের এক মাসের মূল বেতনের টাকা মিলিয়ে ২৫ লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করেন।

আসিফ ইব্রাহিম প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন আর
শেয়ারবাজারের এই সংকট উত্তরণে ১ হাজার ৫০ কোটি টাকার প্রণোদনা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় তিনি জানান, সিএসই চট্টগ্রামের ৪০০০ দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণের সহযোগিতা পালন করে যাচ্ছে। এটা চলমান থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *