দর পতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস

BD Welding Electrodesস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর পতনের তালিকার শীর্ষে অবস্থান করছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডেস লিমিটেড। গত ১৬ থেকে ২০  জুলাই পর্যন্ত সমাপ্ত সপ্তাহে জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দর কমেছে ১৭.৬২ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট  ৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮৭ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের দ্বিতীয় স্থানে অবস্থান করছে নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। জেড ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৬.৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২৪ লাখ ২৭ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর পতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।  জেড ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৫. ৮৭ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২১ লাখ ৮৯ হাজার হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনফিডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২. ২৬ শতাংশ, ফু-ওয়াং ফুডস লিমিটেডের ১১. ৬৯ শতাংশ, , নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ১১.২৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল মিলসের ৯.৬৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮.৮৫ শতাংশ, কেয়া কসমেটিক্সের ৮.৭৯  শতাংশ এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানির (বাংলাদেশ) ৮.৭৪ শতাংশ দর কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *