দর বাড়ার শীর্ষে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

weastaernস্টকমার্কেট ডেস্ক :

লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৯.৮৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতদিন সোমবার ওয়েস্টার্ন মেরিনের দর ছিল ৪৩.৭০ টাকা। বুধবার দিনশেষে সর্বশেষ দর হয়েছে ৪৮ টাকা। দিনভর কোম্পানিটির দর ৪৪ থেকে ৪৮ টাকায় উঠা-নামা করে।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ডায়িংয়ের ৯.৮২%, বিএসআরএম স্টিল মিলসের ৯.৮১ %, প্রাইম ফাইন্যান্সের ৯.৭৭%, বিডি ফাইন্যান্সের ৯.৭০%, পিপলস লিজিংয়ের ৯.৭০%, লংকাবাংলা ফিন্যান্স ৯.৬৮ %, ফ্যামিলি টেক্সটাইলস ৯.৬৫%, ম্যাকসন স্পিনিং ৯.৬৩%, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৫৩% দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *