দর বাড়ার শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

provati-smbdস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৮ দশমিক ৩৭ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১৮ কোটি ১০ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ৪,৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বি ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৬.১১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯০ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৮ কোটি ৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে স্টান্ড্যার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১১.৪২ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৯ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি. ১১.২৩ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. ৯.৫০ শতাংশ, রূপালী ব্যাংক লি. ৯.৪৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৮.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ৮.৬২ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে ৮.৬১ শতাংশ, স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডে ৮.২৪ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *