দর বাড়ার শীর্ষে ব্যাংকিং খাত, ১ম রূপালী

rupaliস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে ব্যাংকিং খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেড।  গত ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে এ ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬.৬৭ শতাংশ। এ নিয়ে টানা দুই সপ্তাহে দর বাড়ার শীর্ষে থাকল ব্যাংকটি। দর বাড়া শীর্ষ ১০টি কোম্পানির ৭টিই ব্যাংকিং খাতের।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮ কোটি ৩ লাখ ১৭ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৪০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাতের আরেক কোম্পানি থাকা ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৫.১৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ২৪ লাখ ২০ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২১ কোটি ২১ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৩. ৪০ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৫ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার ব্যাংক লি.’র ১৩. ০৮ শতাংশ, ডাচ বাংলা ব্যাংক লি.’র ১১.৫৭ শতাংশ, ফু-ওয়াং ফুড লি.’র ১১.২৬ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড লি.’র ১০. ৪০ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইল লি.’র ১০.০৮ শতাংশ, সিটি ব্যাংক লি.’র ৯.৬৯ শতাংশ এবংব্যাংক এশিয়া লি.’র ৯.৬০ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *