দায়িত্ব ছেড়ে দিলেন ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার জিয়াউল

crm-Ziyaul-BG20200105202137স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন।

রবিবার (৫ জানুয়ারি) ডিএসইর পরিচালক শাকিল রিজভী গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআরও এ কে এম জিয়াউল হাসান খান পদত্যাগ করেছেন। তিনি শনিবার (৪ জানুয়ারি) মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। অসুস্থতার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। সিআরও দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এ কারণে তিনি গত মাসের প্রথম সপ্তাহ থেকে চিকিৎসার জন্য ছুটিতে রয়েছেন। এছাড়াও তিনি বর্তমানে দেশের বাহিরে রয়েছেন।

প্রসঙ্গত, জিয়াউল হাসান ডিএসই ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ (ডিমিউচ্যুয়ালাইজেশন) পরবর্তী তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সিআরও হিসেবে ২০১৪ সালের এপ্রিলে তিন বছরের জন্য নিয়োগ পান। এরপরে তিন বছরের জন্য তার মেয়াদ নবায়ন করা হয়। যার মেয়াদ সীমা ছিল আগামী এপ্রিল মাস পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *