দিনশেষে লেনদেন সামান্য বাড়লেও সূচকের বড় পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। এদিন সেখানে সবগুলো সূচকেরই বড় পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৬ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৭০৭ কোটি ৮৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৯.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫০ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির। আর দর অপরিবর্তিত আছে ৪২ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, বিবিএস ক্যাবলস, নাহি এ্যালুমিনাম কম্পোজিট, আমান ফিডস, ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *