দিনশেষে সূচক ও লেনদেন কমেছে

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। এদিন সেখানে সূচকও অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ৩৭৫ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৮১ পয়েন্টে। আর ডিএসই সূচক ১০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৩৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৬৯টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।

দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে – এডিএন টেলিকম, লাফার্জ হোলসিম সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, স্ট্যান্ডার্ড সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এসএস স্টিলস, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংক লিমিটেড।

এদিকে মঙ্গলবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ১০ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা।

সেখানে লেনদেনের শীর্ষ রয়েছে এডিএন টেলিকম ও লাফার্জ হোলসিম সিমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *