দুই ইস্যু ঘিরে কাঁপছে বিশ্ব শেয়ারবাজার

indexনিজস্ব প্রতিবেদক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আবহাওয়া আরও তেতে ওঠার আশঙ্কাকেই প্রধান ‘আসামী’ হিসেবে কাঠগড়ায় দাঁড় করাল বিশ্বের শেয়ারবাজার।

বিশেষজ্ঞেরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার দুই পদপ্রার্থী, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনের এ দিন মুখোমুখি বিতর্কে বসার আগে দিনভর শেয়ার বেচে ঝুঁকি এড়াতে চেয়েছেন সারা বিশ্বের বহু লগ্নিকারী। সকলেরই আশঙ্কা যে, তাঁদের প্রকাশ্য বাদানুবাদ মার্কিন রাজনীতিতে তরজার পারদ বহুগুণ চড়াবে। তাই প্রায় সব দেশের শেয়ার বাজার হুড়মুড়িয়ে পড়েছে এ দিন।

বিশ্ব বাজারে সূচকগুলির পতনের কারণ হিসেবে অবশ্য স্পষ্ট অশোধিত তেলের ভূমিকাও। এ সপ্তাহেই আলজিরিয়ায় বৈঠকে বসছে তেল রফতানিকারী দেশগুলির সংগঠন ওপেক। বাড়তি জোগানের জেরে তেলের দাম পড়া আটকাতে এ বার অন্তত তারা উৎপাদন বেঁধে দেয় কি না, সেই অপেক্ষায় লগ্নিকারীরা। সোমবার ইরান অবশ্য এ রকম চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছে।

ভারতের অক্টোবরের ঋণনীতি নিয়ে দুশ্চিন্তাও সূচকের পতনে ইন্ধন জুগিয়েছে। শিল্পে লগ্নি বাড়িয়ে বৃদ্ধির চাকায় গতি ফেরাতে সুদ আর এক দফা কমা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *