দুই ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন

suchakeস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে ডিএসই ও সিএসইতে সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ০.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬৮৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *