দুই শেয়ারবাজারেরই সূচক ও লেনদেন কমেছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন। তবে কমেছে শেয়ারদর। সেখানে ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। গত কয়েকদিনের মতো অাজও সূচক ৫৮৬০ পয়েন্ট অতিক্রম করে। যা সূচকটির যাত্রা শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন। এদিন ৫৫ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। তবে এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৪৪ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯৮ কোটি ৬০ লাখ টাকা বেশি। গতকাল সোমবার সেখানে ১১৮৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ১৫.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১৯ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১২১টির, কমেছে ১৬৪টির আর অপরিবর্তিত থাকে ৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  সিএন্ড এ টেক্সটাইলস, বিবিএস ক্যাবলস, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক,  ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশনস, ফুওয়াং ফুড ও ফরচুন সুজ ।

এদিকে, আজ মঙ্গলবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৫ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪ কোটি ১৩ কোটি ২২ লাখ টাকা কম। গতকাল রবিবার এই লেনদেন ৬৮ কোটি ৪৬ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বিবিএস ক্যাবলস ও আইএফআইসি ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *